শালুকের ঠোঁটে ফুটে বিজয় || আব্দুল মতিন
কতো শর্বরী কেটেছে ইনসোমনিয়ায়। ঝরেছে কতো রক্ত ও স্বেদ। স্টেনগান,মেশিনগান, গোলা বারুদের শব্দে এই ভূখন্ডে।
সবুজ পাখির লাল ডানায় মুক্তির,স্বাধীনতার স্পৃহা জাগাতে বুলেট,বেয়নেট চার্জ নিয়েছে সাহসী বুকে আমার পিতা,আমার ভাই।
রক্তের দাগ শুকিয়ে গেলে,নিষ্ঠুর মৃত্যু ভয় পায় কালো অক্ষরের ইতিহাসের পাতা।ভয় পায় মেঘ লুকিয়ে রাখতে আকাশে জ্বলজ্বল অক্ষয় নাম।
সহস্র অবীরা নিস্তব্ধ হয়ে খুঁজেছে প্রিয়জনের লাশ। তবু ভুলেনি দেশ,ভুলেনি দুখিনী বাংলার কথা।দ্যুলোক কে তুচ্ছ করে,তমস্যায় জ্বেলেছে মুক্তির শিখা।
আমরা ভালবাসা দিয়ে শালুকের ঠোঁটে ফুটাই বিজয়ের ঢেউ।বিশুদ্ধ চাঁদের আলো ঘিরে ফেললে এ ভূখন্ডে এসে যাবে মানব সৃষ্ট অমাবশ্যার ঘোর অন্ধকার।
Leave a Reply