দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: দক্ষিন সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের সকল কর্মসূচী এবং সংবাদ পরিবেশন বয়কট করেছেন স্থানীয় সাংবাদিকরা। উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের মূল্যায়ন না করা ও পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট বই-২০১৫ (প্রকাশিত বই) এ সাংবাদিকদের নাম ও টেলিফোন নাম্বার অন্তর্ভূক্ত না করায় উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠান ও সংবাদ বয়কট করার ঘোষণা দিলেন উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। গতকাল বুধবার বিকেলে শান্তিগঞ্জ বাজারস্থ দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন প্রতিনিধি মোশাহিদ আহমদ, দৈনিক ভোরের ডাক ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি এম এ কাসেম,দৈনিক উত্তরপূর্ব, দৈনিক হিজল করচ’র সদর ও দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি কাজী জমিল ইসলাম মমতাজ, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার ও দৈনিক সিলেট বাণী প্রতিনিধি হোসাইন আহমদ,দৈনিক জালালাবাদ প্রতিনিধি মহি উদ্দিন মহিম, দৈনিক কাজিরবাজার প্রতিনিধি এম এম ইলিয়াছ আলী, দৈনিক যায়যায়দিন, দৈনিক সুনামগঞ্জের খবর’র প্রতিনিধি সোহেল তালুকদার,দৈনিক সিলেটের ডাক,দৈনিক সুনামগঞ্জের ডাক প্রতিনিধি নুরুল হক,দৈনিক আল ইহসান প্রতিনিধি মো. দেলওয়ার হোসাইন সহ প্রমখ। এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের সকল কর্মসূচী এবং এ স¤পর্কিত সকল সংবাদ পরিবশেন স¤পূর্নভাবে বয়কট করা হবে।
Leave a Reply