1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মাধবপুরের ২ স্কুল ছাত্রী গাজিপুর ও ভৈরব থেকে উদ্ধার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

মাধবপুরের ২ স্কুল ছাত্রী গাজিপুর ও ভৈরব থেকে উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৪০৯ Time View

মাধবপুর প্রতিনিধি::মাধবপুর থেকে অপহৃত দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ভোররাতে থানার এস.আই মমিনুল ইসলাম ও মহসিন ঢাকার গাজীপুর ও ভৈরব সদরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের জবানবন্দি গ্রহনের জন্য হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়-বিজয়নগর উপজেলার বারঘড়িয়া গ্রামের রমজান আলীর মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী মনোয়ারা বেগম(১৪) ওরুপে মনিরা ১৫মার্চ সকালে মাধবপুর উপজেলার কমলানগর গ্রামে মামা মাতু মিয়ার বাড়ীতে বেড়াতে যায়। ওইদিন রাতেই মাতু মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (২৩) মনিরা বেগমকে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে মনিরা বেগমের মা মিনারা বেগম বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অপর দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের ফারুক মিয়ার মেয়ে, প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী সালমা খাতুন (১৬) ১৯ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে একই গ্রামের রহমত আলীর ছেলে রমজান মিয়া (৩২) অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে ফারুক মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com