1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ছাতকে একই স্থানে আ.লীগের দুই পক্ষের সমাবেশ,১৪৪ ধারা জারি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে ১১ দিনে রেমিট্যান্স এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার জগন্নাথপুরে আদর্শ মহিলা কলেজের নতুন বছরের ক্যালেন্ডার উম্মোচন জগন্নাথপুরে কাজের কথা বলে আশ্রয়, অত:পর স্বর্নালঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল নিয়ে চস্পট জগন্নাথপুরে জয় বাংলা লেখার প্রতিবাদে মানববন্ধন মৌলভীবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : থানায় স্বামীর আত্মসমর্পণ শান্তিগঞ্জে হাওরে পড়েছিল যুবকের নাক-কান কাটা মরদেহ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা সম্পদ কাউকে অমর করে না ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান-ফখরুল-খসরু

ছাতকে একই স্থানে আ.লীগের দুই পক্ষের সমাবেশ,১৪৪ ধারা জারি

  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৯ Time View

ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত শুদ্ধি অভিযানকে স্বাগত জানানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ মুখোমুখী অবস্থান নেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার রাত ৭টায় পরিস্থিতি অবনতির আশঙ্কায় ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় ছাতক পৌর শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। একই সঙ্গে সকল প্রকার মিছিল ও সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ রবিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির।
আজ রবিবার একই সময়ে পাশাপাশি স্থানে গণসমাবেশ ও শহরে মিছিল করার ঘোষণায় শহর উত্তপ্ত হয়ে উঠে। শনিবার সকাল থেকে পৃথকভাবে মাইক যোগে সমাবেশ ও গণমিছিলের প্রচার-প্রচারণা শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক সমর্থক এবং পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আবুল কালাম চৌধুরী’র সমর্থকরা।

বিবদমান দুই গ্রুপ একই সময়ে পাশপাশি স্থানে সমাবেশ আহবান করায় শহরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সমাবেশ ও গণমিছিলকে সফল করতে উভয় গ্রুপই শহরের বাইর থেকে নেতাকর্মীদের আনার উদ্যোগ নেয়।
প্রায় দুই যুগ ধরে ছাতকের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এমপি মানিক ও মেয়র কালাম বলয়ে বিভক্ত হয়ে আছে। উভয় গ্রুপেরই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের পৃথক পৃথক কমিটিও রয়েছে। স্থানীয় নির্বাচনেও উভয় গ্রুপের নেতাকর্মীরা একে অন্যের প্রতিপক্ষ হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। বিবদমান দুই গ্রুপের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
সম্প্রতি. সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল হুদা মুকুট একে অন্যের বিরুদ্ধে ‘কটুক্তি’ করেছেন দাবি করে বক্তব্য-বিবৃতি নিয়ে ছাতক আওয়ামী লীগে উত্তেজনা দেখা দেয়। পৌর মেয়র কালাম সমর্থকরা নুরুল হুদা মুকুটের পক্ষে অবস্থান নিয়ে সভা সমাবেশ করতে থাকে। অপরদিকে, মুহিবুর রহমান মানিক সমর্থকরাও ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে এর প্রতিবাদে সমাবেশ করে।
রোববার এমপি মানিক সমর্থকরা ছাতক মুক্ত দিবস এবং প্রধান মন্ত্রী’র দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে পৌর শহরের মন্টু বাবু’র মাঠে সমাবেশ আহ্বান করে। একই সময়ে পাশের ম-লিভোগ অটো রাইস মিলের সামনে সমাবেশ ও গণমিছিল আহ্বান করেছে পৌর মেয়র আবুল কালাম ও তার ভাই শামীম চৌধুরী’র সমর্থকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির জানান, শান্তি, শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ছাতক পৌর শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com