জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ২২তম ক্রিকেট এসোসিয়েশন টুর্নামেন্ট উদ্বোধন হতে যাচ্ছে।
আজ বুধবার সকাল ১০ টায় জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আজহার আহমদ এবং সাধারণ সম্পাদক সুবল দেব জানিয়েছেন।
তারা জানান, এবারের টুর্নামেন্টে মোট ১৫ টিম অংশ নেবে। উযেদ্বাধণী খেলায় বাসুদেব বাড়ি ও পাটলী চৌধুরী বাড়ি ক্রিকেট ক্লাব অংশ নেবে।
টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা এবং সকলের উপস্থিতি চেয়েছেন এসোসিয়েশনের পক্ষ থেকে তারা।
Leave a Reply