ধীবরের হারিকেনের দীপ্ত বাতি শপথ করে জীবন যুদ্ধ
শেষ হয়নি। মহাজনের নাওয়ে তুলতে হবে সুদাসল। আসুক,ঝঞ্ঝা,ফণাধর যতো এ রাতে।
পাড়ে থাকা শাখী ছেড়ে উড়ে যাবে পাখি ভোরের
আলোয়। আয়োজন করবে সুরলোকের সুর হাওরে,বনানীতে।
শুধু মানুষ মৃত্যুর পর ফুল হয়ে আসে। ফুটে থোকায় থোকায়। কালো কুন্তলের ভোমরা প্রেম নেয় মধু নামে।
Leave a Reply