স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, বর্তমান সরকার উন্নয়নে অতীতের সকল সরকারের রের্কড অতিক্রম করে দেশকে উন্নয়নের মডেল হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরেছে। সরকারের এসব উন্নয়ন কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘে সরকার প্রধান হিসেবে জননেত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ এবং আইসিটি পুরস্কারে ভূষিত হয়েছেন । তিনি বলেন, আওয়ামীলীগ সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধাণ্য দিয়ে দেশকে একটি মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। সরকারের এসব উন্নয়ন ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সহযোগীতা করতে হবে। তিনি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে বনাঢ্য র্যালী পরবর্তী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেèর আবাসিক চিকিৎসক জহিরুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মজলুল হক, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বদরুল ইসলাম। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গনে সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রর্দশিত ষ্টল ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সাংবাদিক আব্দুল হাই,আজিজুর রহমান, আজহারুল হক শিশু, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম,পৌর যুবলীগ নেতা ইব্রাহিম আলীসহ প্রশাসনিক ও রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হওয়া উন্নয়ন র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রর্দক্ষিন করে।
Leave a Reply