সসীমের অসহায়ত্ব
-মোহাম্মদ হরমুজ আলী
হেমন্তে যে হিজল গাছটির শিকড় জীববিজ্ঞানের বইতে দেখা কঙ্কালের ছবি মনে করিয়ে দিতো
ভর-বর্ষার ঢেউ তারই গোড়ায় আঁচড়ে পড়ছে অনেকটা অসহায়ের মতো!
পাটাতনে আয়েসি ভঙিমায় নববধূ,
সুখ নিচ্ছে স্রোত আর শেকড়ের কামড়াকামড়ির।
খরস্রোতা গাঙের পানি-ছুঁই ছুঁই মাথাটি বেমালুম ভাসছে আর ডুবছে আচঁড়ে পড়া তোড়ে
তবুও ভ্রুক্ষেপহীন হিজল যেনো বদলা নিচ্ছে হৈমন্তিক বিষাদের।
বর্ষা তার মতো একসময় বিদায় নিবে
শরত পেরিয়ে আবারও আসবে হেমন্ত,
গাঙের একেবারে তলানিতে নামবে জল
কাদা পানিতে আধা-নেংটা ছেলেদের হুল্লোড়ে পরাজিত একদা প্রমত্তার গুঙানিও শুনবেনা কেউ,
হিজলের শিকড়ও কঙ্কাল রুপ ধারন করবে,
নববধুও থিতু হবে অস্তিত্বের চক্রজালে।
শুধু,
অসীম প্রকৃতি মুখ টিপে হাসবে সসীমের অসহায়ত্বে!
২০. ১১. ২০১৯
Leave a Reply