1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে প্রধান শিক্ষকদের মধ্যে আইসিটি বিষয়ে প্রশিক্ষন শেষে সনদ বিতরণ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

জগন্নাথপুরে প্রধান শিক্ষকদের মধ্যে আইসিটি বিষয়ে প্রশিক্ষন শেষে সনদ বিতরণ

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২৩ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে বেসিক আইসিটি প্রশিক্ষন প্রদানের অংশ হিসেবে শনিবার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বেসিক আইসিটি প্রশিক্ষনের দ্বিতীয় কিস্তির সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের টেকনিশিয়ান ও বেসিক আইসিটি প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক অরূপ সরকারের সঞ্চালনায় প্রশিক্ষার্থী প্রধান শিক্ষকদের হাতে সনদ তুলে দেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নিজামুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দ মোস্তাক আহমদ, রানীগঞ্জ ইউনিয়নের সিন্ধুমনি সরকার,মীরপুর ইউনিয়নের সুফিয়ান আহমদ,আশারকান্দি ইউনিয়নের মনির মিয়া, প্রশিক্ষনপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মধ্যে ছিলেন সুদীপ ভট্রাচায্য, মীরা রানী রায়, বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়,মীরা রানী বণিক প্রমুখ। উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষককে আইসিটি বিষয়ে বেসিক প্রশিক্ষন দেয়া হচ্ছে। দ্বিতীয় কিস্তিতে এবার ৩১জন প্রশিক্ষনার্থী অংশ নেন। পর্যায়ক্রমে এ প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষকদেরকে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার বিষয়ে প্রাথমিক ধারনা দেয়া হবে। এ প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com