স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন,বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন,জগন্নাথপুরে আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার মানন্নোয়নে কাজ করছি। এজন্য তিনি শিক্ষক ,শিক্ষার্থী ও অভিভাবকদেরকে আন্তরিকতার সহিত একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন একমাত্র মানসন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা গেলে দেশ টেকসই জাতি গঠন সম্ভব। তাই মায়েদেরকে সন্তানের শিক্ষার ব্যাপারে বিশেষ নজর দেয়ার প্রতি জোর আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও শিক্ষক শাহীন মিয়ার পরিচালনায় এত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া,জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত,রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিশী কান্ত রায়,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আলী আহমদ,খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম,অভিভাবক পিঠি বেগম প্রমুখ।
Leave a Reply