স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের চাঁন মিয়া (৩৫) হত্যাকান্ডের ঘটনায় তার স্ত্রী তাহেরা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ আরো ১ জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হলেন হবিবপুর গ্রামের মৃত সওদাগর উল্যার ছেলে আফু মিয়া (৪৫)। এর আগে এঘটনায় পুলিশ একই গ্রামের মনসুর আহমদ(৪৫)কে আটক করেছিল।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য বুধবার চাঁন মিয়ার লাশ হবিবপুর আশিঘর গ্রামের জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করে। নিহত যুবক লুদরপুর গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র। প্রায় তিন বছর আগে দুর্বুত্তরা একইভাবে নিহত যুবকের মা রাজিয়া বেগমকে খুন করে। এঘটনায় ছেলে চাঁন মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। যা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় চাঁন মিয়া খুনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
Leave a Reply