স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের মৃত ময়ণা মিয়ার স্ত্রী রাজিয়া বেগম হত্যার তিন বছর পর একই কায়দায় খুন হলেন ছেলে চাঁন মিয়া (৩৫) । পুলিশ বুধবার হবিবপুর আশিঘর এলাকার একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠায়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার দুপুরে হবিবপুর আশিঘর এলাকার লোকজন আশিঘর গ্রামের এক ধনাঢ্য ব্যক্তির বাড়ির পাশে জঙ্গলে একটি লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এলাকাবাসী ও নিহতের স্বজনরা লাশের পরিচয় সনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ হবিবপুর আশিঘর গ্রামের মৃত সাজিদ উল্যার পুত্র মনসুর আহমদ (৪৫) কে আটক করেছে। উল্লেখ্য প্রায় তিন বছর আগে নিহত যুবকের মা রাজিয়া বেগমকে দুর্বৃত্তরা খুন করে লাশ ফেলে যায় ডোবায়। এঘটনায় ছেলে চাঁন মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে যা বিচারাধীন রয়েছে। তিন বছর পর মায়ের হত্যা মামলার বাদী ছেলেকে একই কায়দায় খুনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ হত্যার মূল রহস্য উদঘাট্ন করে হত্যাকারী গ্রেফতারে চেষ্ঠা করছে। এঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে জানিয়ে ওসি বলেন, প্রায় তিন বছর আগে ওই ছেলের মাকে হত্যা করা হয়েছে। তখন আমি এই থানায় ছিলাম না। বিষয়গুলো পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে দেখছে।
Leave a Reply