সিলেটের দক্ষিণ সুরমায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ছালিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
সোমবার বিকেল ৫ টার দিকে দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের চান্দাই গ্রামে এ ঘটনা ঘটে। ছালিক মিয়া একই গ্রামের বাসিন্দা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Leave a Reply