যুক্তরাজ্য নর্থ ওয়েষ্টে এর বলটন শহরে প্রথম বারের মত বাংলাদেশীদের ইতিহাস ঐতিহ্য বুকে ধারণ করে নতুন প্রজন্মকে নিজেদের সংকৃতির সাথে এগিয়ে নিতে প্রতিষ্টিত হল বলটন বাংলাদেশী এসোসিয়েশন। স্থানীয় ইনদালী রেষ্টুরেন্ট এ গত ১০ই জুলাই বলটনে অবস্থানরত সকল বাংলাদেশী নেত্রী বৃন্দের উপস্থিতিতে আলমগী হোসেনের সভাতিত্বে এবং আব্দুলার পরিচালানায় অনুষ্টিত্ব অনুষ্টানে সর্ব সম্মতীক্রমে ওয়ারিছ উল্লাহ সভাপতি, আব্দুল মতিন লাকি সাধারন সম্পাদক ও রায়হান চৌধুরীকে কোষাদক্ষ করে ২৫সদস্য বিশিষ্ট ২০১৯-২০২০ এর কমিঠি ঘুষণা করা হয়। স্থানীয় মুরুবীয়ান গণ তাঁদের বক্তব্যে বলেন আমাদের অনেক দিনের স্বপ্ন আজ বাস্তব হতে চলছে আশাকরি এই সংগঠনের মাধ্যমে আমদের ইতিহাস ঐতিহ্য এই দেশে বেরে উঠা নতুন প্রজন্তের কাছে পৌছে দেয়ার জন্য কাজ করবে এবং আমদের এলাকার সাধার মানুষের বিভিন্ন সমস্যায় এগিয়ে আসবে। বক্তাগন আরও আশাপোষণ করেন যে সবার আগ্রহ, সহযোগীতা এবং স্থানীয় প্রসাসনের সাথে লিয়াযোর মাধ্যমে অনেক দোর এগিয়ে যাবে। সংগঠনের নবনিযোক্ত সভাপতি বলেন সবার আন্তরীকতা সহযোগিতাই পারে মজবুত একটা পরিবেশ, দ্রুত এগিয়ে চলার পাথেয়, সাধারন সম্পাদক আব্দুল মতিন বলেন ছাত্র জীবন থেকে শুরু করে ভিবিন্ন সংগঠনের সাথে কাজ করে অনেক অভিগতা সঞ্চয় করেছি আশা করি এই সব অভিগতা দিয়ে সবার সহযোগিতায় আমাদের এই সংঠন একদিন আলোর মোখ দেখবে। বিশেষ করে আমাদের এলাকার মধ্যে অনেকের ভিবিন্ন ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে, বিশেষ করে এখানে ভিন্ন ভাষায় অফিসিয়াল কাজ কর্ম ব্যাংক হাউজিং অফিস কিংবা পাসপোট সহ অনেক কাজে সহ যোগিতার প্রয়োজন আমার মেটাতে পারব, আর এই দেশে জন্মনেয়া আমাদেরে সন্তানদের বাংলা ভাষা বা বাংলা পড়া-লেখা বা সংকৃতির দিতে আগ্র করার প্রয়োজন রয়েছে যা আমাদেরকে করতে হবে।
Leave a Reply