দুর্দান্ত জয় নিয়ে বিশ্বকাপের ২৬তম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা। টস জিতে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। রুবেল হোসেন ও সাব্বির রহমান ফিরেছেন দলে। ইনজুরির কারণে দলে নেই মোসাদ্দেক হোসেন ও সাইফুদ্দীন।
বিশ্বকাপে এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। অন্যদিকে অস্টেলিয়াও পাঁচটি ম্যাচ খেলেছে। অজিরা চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে তিন-এ রয়েছে।
বাংলাদেশ এ যাবৎ অজিদের বিরুদ্ধে ২১ বার ওয়ানডে তে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। একটি ম্যাচে বাংলাদেশ জয়ী হয়েছে। বাকি দুই ম্যাচের একটি পরিত্যক্ত আরেকটির কোনো ফল হয়নি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, অ্যালেক্স কেরি, নাদান কুল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
Leave a Reply