মদপানে বাধা দেওয়ায় ৮০ বছরের এক বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার চাচতো ভাই। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শশরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাচাচো ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত বৃদ্ধের নাম আমির উদ্দিনের (৮০)। তার বাড়ি ওই গ্রামে। আর ঘাতক চাচাচো ভাইয়ের নাম
লোকমান হোসেন তুরার(৫০) আটক। তার বাড়িও একই এলাকায়।
স্থানীয়দের বরাতে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, তুরা প্রায়ই মদ ও খাঁজা সেবন করতেন। গতকাল এলাকার একটি দোকানের সামনে বসে তুরাকে মদ পান করতে দেখে আমির তাকে বাধা দেয়। এ সময় দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
তিনি আরো বলেন, ওই রাতেই আমির বাড়ির সামনে মাচায় বসে ছিল। এ সময় তুরা দা দিয়ে আমিরকে কুপিয়ে হত্যা করে।
পরে এলাকাবাসী তুরাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ওসি।
সুত্র-কালের কণ্ঠ
Leave a Reply