যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ব্রুকলিনে গাড়িচাপায় আবদুল্লাহ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এক মদ্যপ নারী গাড়িচালককে আটক করেছে।
গত রোববার স্থানীয় সময় রাত ১১টায় ব্রুকলিনের ইস্ট ১০৫ স্ট্রিট ও অ্যাভিনিউ ডিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ উবারের ই-ডেলিভারিম্যান ছিলেন। তাঁর বাড়ি বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জে।
পুলিশ জানায়, ২৯ বছর বয়সী আবদুল্লাহ বাইসাইকেল চালাচ্ছিলেন। এ সময় এক নারী গাড়িচালক পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেন। ২২ বছর বয়সী ওই নারী গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িতে তাঁর চার বছর বয়সী এক শিশু ছিল।
আশঙ্কাজনক অবস্থায় আবদুল্লাহকে উদ্ধার করে ব্রুকডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবদুল্লাহ তিন বছর আগে অবৈধপথে আমেরিকা আসেন। পরে স্থায়ী বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের (পলিটিক্যাল অ্যাসাইলাম) আবেদন করলে তা মঞ্জুর হয়।
Leave a Reply