জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লিবিয়ায় একটি আবাসন ক্যাম্পে ডাকাতের গুলিতে অন্তত ১২ বাংলাদেশী আহত হয়েছেন। এ সময় ডাকাতরা তাদের স্বর্বস্ব ছিনিয়ে নেয়।
শুক্রবার ভোরে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের আজদাবিয়া শহরে এ ঘটনা ঘটে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আ স ম আশরাফুল ইসলাম মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
জানা গেছে, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় বর্তমানে কয়েক লাখ বাংলাদেশী কর্মরত। কিন্তু সেখানকার সরকার ব্যবস্থা ভেঙে পড়ার কারনে অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পুর্ণ ভেঙে পড়েছে। ফলে প্রবাসী বাঙালিরা এখন সংকটে পড়েছে। লিবিয়া ছেড়ে অনেকে ইউরোপের দেশে পাড়ি জমানোর চেষ্টা করছে। গত সপ্তাহে লিবিয়া থেকে ইতালিতে পালিয়ে যাওয়ার সময় সাগরে ডুবে ২৪ বাংলাদেশী প্রাণ হারায়।
Leave a Reply