স্টাফ রিপোর্টার ::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,শেখ হাসিনার সরকার গরিবের বন্ধু। সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করছে।তিনি বলেন,সরকার হাওর এলাকার মানুষের বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি প্রকল্প গ্রহন করেছে।গৃহহীনদের জন্য আরো গৃহনির্মাণের প্রকল্প গ্রহন করছে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না।তিনি বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজে এবার আমরা শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করব।চার হাজার কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধু বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ কাজ শুরু হবে। যা প্রক্রিয়াধীন আছে। এটি বাস্তবায়নে ২০ হাজার কোটি টাকা ব্যয় হবে। সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবারের উদ্যাগ নিয়েছে সরাকার।মন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের আরো দায়িত্বশীলতার সহিত সরকারের দায়িত্ব পালনের আহ্বান জানান।তিনি বলেন,শেখ হাসিনার নেতৃত্বে আমরা দৃঢ় প্রতিজ্ঞ দেশের মানুষের কল্যাণে কাজ করার। কিন্তু একটি মহল এসব ব্যঘাতে তৎপর রয়েছে এজন্য জনগনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আশ্রয়ন প্রকল্প ২য় পর্যায়ে যার জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় গৃহহীনদের মধ্য ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হারুনুর রশীদ, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ পরে মন্ত্রী ১৯৮ পরিবারের প্রধানদের হাতে ঘরের চাবি তুলে দেন। এছাড়াও তিনি স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে উপজেলার মীরপুর ইউনিয়নের লহরী সড়কের কাজ ও চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ লাখ ২২ হাজার টাকা ব্যায়ে সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন।
Leave a Reply