1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে নতুন করে আরো কয়েক এলাকা বন্যা কবলিত-ত্রাণ সামগ্রী অপ্রতুল - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

জগন্নাথপুরে নতুন করে আরো কয়েক এলাকা বন্যা কবলিত-ত্রাণ সামগ্রী অপ্রতুল

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৬৫ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী ব্যষ্টিত তিন ইউনিয়নের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছেন উপজেলার চিলাউড়া- হলদিপুর ও পাটলী ইউনিয়নের একাংশ। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওর ব্যাষ্টিত গ্রামগুলোর মানুষ বন্যা কবরিত হয়ে পড়েছেন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া জানান, ইউনিয়নের কমপক্ষে ১০টি গ্রামের মানুষ বন্যাকবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ইউনিয়নের বেশ কয়েকটি বিদ্যালয়ের আঙ্গিনায় পানি উঠে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। অপরদিকে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ,লাউতলা,কচুরকান্দি,লোহারগাঁও মক্রমপুর গ্রামবাসি বন্যা কবলিত হয়ে পড়েছেন। পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক ব্যক্তিগত উদ্যোগে শনিবার ওইসব গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম,ইউপি সদস্য রাজ্জাক মিয়া, আশিক মিয়া,নাসের মিয়া, মুহিব মিয়া উপস্থিত ছিলেন। আমাদের পাইলগাঁও ইউনিয়ন প্রতিনিধি সেলিম খান ও আশারকান্দি ইউনিয়ন প্রতিনিধি জানান, পাইলগাঁও,আশারকান্দি ও রানীগঞ্জ ইউনিয়নের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় লোকজন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। সরকারিভাবে ওইসব ইউনিয়নে ত্রাণ বিতরণের উদ্যোগ নিলেও ত্রাণ সামগ্রী অপ্রতুল হওয়ায় মানুষ বিপাকে পড়েছেন। বেসরকারি উদ্যোগে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ত্রাণ বিতরণ শুরু না হওয়ায় দরিদ্র বন্যাকবলিত লোকজন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, ত্রাণ সামগ্রী অপ্রতুলতার কারণে বন্যাকবলিত মানুষ কষ্টে আছেন। আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান বলেন, সরকারিভাবে যে পরিমান বরাদ্দ পাওয়া গেছে তা খুবই কম। যা দিয়ে আমরা বন্যাকবলিত মানুষের মধ্যে বিতরণ করতে গিয়ে বিপাকে পড়েছি। রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক বলেন কুশিয়ারা নদীর পানি না কমায় বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমরা বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখছি। সরকারিভাবে যথাসাধ্য ত্রাণ দেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com