জগন্নাথপুর২৪ ডেস্ক::
যে বয়সে সমবয়সীদের সঙ্গে আনন্দ-ফূর্তি ও খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই মৃত্যুর প্রহর গুনছে মীম। বিরল রোগের আক্রান্ত হয়ে স্বাভাবিক বেড়ে ওঠাও বন্ধ হয়ে গেছে তার। অন্যদিকে তার এই রোগের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন কাঠমিস্ত্রি পিতা। ঋণগ্রস্ত পিতার চারপাশ এখন শুধুই অন্ধকার। মীম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধুপখালী গ্রামের রোকনুজ্জামানের মেয়ে।
মীমের কাঠমিস্ত্রি পিতা রোকনুজ্জামান জানিয়েছে, দুই শতক জমি ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই। মেয়ের চিকিৎসার জন্য দেড় লাখ টাকা ব্র্যাক ও আশা এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। এখন মেয়ের চিকিৎসার জন্য তার আর কোনও উপায় নেই।
যশোর শিশু হাসপাতাল, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা করালেও কোন রোগ ধরা পড়েনি। টাকার অভাবে বর্তমান চিকিৎসা বন্ধ হয়ে পড়ে আছে। মীমের চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। কিন্তু কোনো উপকারে আসেনি। এখন উন্নত চিকিৎসার জন্য ৪-৫ লাখ টাকা প্রয়োজন। টাকার অভাবে বিরল রোগে আক্রান্ত অসুস্থ মেয়ের দিকে অসহায় পিতা-মাতার নির্বাক চেয়ে থাকা ছাড়া কিছু করার নেই।
মীমের হতভাগী মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, টাকার অভাবে মেয়েটা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আমরা পিতা মাতা হয়ে কিছুই করতে পারছি না। মীমের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবাণদের সাহায্য কামনা করেছেন।
সুত্র-মানব জমিন
Leave a Reply