জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাশিয়া বিশ্বকাপের পর ছয় ম্যাচ খেলেছে ব্রাজিল। সপ্তম ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় পানামার মুখোমুখি হবে সেলেকাওরা। পর্তুগালের পোর্তর মাঠে ম্যাচটা খুব কঠিন হওয়ার কথা নয় ব্রাজিল কোচ তিতের জন্য। তবে ঝলমলে তারা ভরা দল তিতে পাচ্ছেন না। সাদামাটা দল নিয়েই খেলবে হবে ব্রাজিলকে।
ইনজুরির কারণে ব্রাজিল দলে কোচ তিতে ডাকতে পারেননি নেইমারকে। সেই আলোটা ভিনিসিয়াস কাড়ার জন্য তৈরি ছিলেন। কিন্তু ইনজুরিতে ছিটকে গেছেন তিনিও। ইনজুরিতে রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়া আলভেজ ফেরেন দলে। তিনিও ছিটকে গেছেন। মার্সেলো নেই দলে। তার বদলি লিপিলে লুইস ইনজুরিতে।
আক্রমণে কুতিনহো আছেন। তবে ফর্ম পড়তি তার। বার্সেলোনায় বিবর্ণ মৌসুম কাটাচ্ছেন। ক্লাব তাকে ছেড়ে দেওয়ার চিন্তা করছে। তরুণ রিকার্লিসনকে খেলতে হবে নেইমারের জায়গায়। গোল মুখে ফিরমিনোর থাকার সম্ভাবনাই বেশি। লিভারপুলে ভালো করছেন তিনি। তারপরও বিবর্ণ এই ব্রাজিলের আক্রমণভাগ। তবে মাঝমাঠ থেকে আর্থার মেলো-পাকেতারা বলের জোগান দিতে পারলে ম্যাচ সহজ হবে দলের জন্য।
বার্সার হয়ে আর্থার ভালো করলেও, এসি মিলানের পাকেতা কেমন করেন তা এখনও দেখার বাকি। দশ নম্বর জার্সি নিয়ে খেলবেন তিনি। দুটি ম্যাচ অবশ্য পাকেতা ব্রাজিলের হয়ে খেলেছেন। তবে আলো এখনও কাড়তে পারেননি। ব্রাজিলের গোলবারের নিচে এ ম্যাচে দেখা যেতে পারে ম্যানসিটি গোলরক্ষক এদেরকে। রক্ষণে পোর্তর মিলেতো এবং ইন্টারের মিরান্ডার খেলার সম্ভাবনাই বেশি। ব্রাজিল কোচ ৪-৩-৩ ফর্মেশনে সাজাতে পারেন তার একাদশ।
ব্রাজিলের সম্ভব্য একাদশ: এদেরসন, ফাগনার, মিলেতো, মিরান্ডা, তালিস, আর্থার, কাসেমিরো, পাকেতা, রির্কালিসন, কুতিনহো, ফিরমিনো।
Leave a Reply