1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে টানাবর্ষণ জনজীবন বিপর্যস্ত তিন ইউনিয়নের বন্যা পরিস্থিতি অবনতি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক, কবি সায়েক এম রহমান কে সংবর্ধনা প্রদান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি সমন্বয়কের জগন্নাথপুরে জামায়াতের ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি আকমল, সেক্রেটারি ফাহিম জগন্নাথপুরে মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে জরিমানা তাবলিগ জামাতের দুপক্ষকেই বিশেষ নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে: রিজভী জগন্নাথপুর চ্যারিটি সংস্থার আয়োজনে এ ভিজিট টু নেচার অনুষ্ঠিত সচিবালয়ে আগুনের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের হুঁশিয়ারি সচিবালয়ে আগুন/ ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে মানুষের ব্যক্তিত্ববোধ যেভাবে বিনষ্ট হয়

জগন্নাথপুরে টানাবর্ষণ জনজীবন বিপর্যস্ত তিন ইউনিয়নের বন্যা পরিস্থিতি অবনতি

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৩৯০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার তিন ইউনিয়নের বন্যা পরিস্থিতির আরো অ্বনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মামুন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে অবিরাম বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জগন্নাথপুরের কুশিয়ারা নদীর পানি ও সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানাবৃষ্টির কারণে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। যাতায়াতে চরম ভোগান্তির পাশাপাশি বৃষ্টিতে জনজীবন স্থবির করে দিয়েছে। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মজলুল হক জানান, সকাল থেকে একটানা ভারী বৃষ্টি রানীগঞ্জ বাজারে এখন কোমড়পানি হয়ে গেছে। নৌকা ছাড়া বাজারে প্রবেশ করার কোন সুযোগ নেই। এছাড়াও বাজারে দোকানগুলোতে পানি ঢুকে পড়েছে। ব্যবসা বাণিজ্য বন্ধের উপক্রম।
পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, ইউনিয়নের অধিকাংশ ঘর বাড়িতে এখন পানি।লোকজন ঘর ছেড়ে আত্বীয় স্বজন ও উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হওয়ার কথা জানান।
জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, উপজেলার বন্যা পরিস্থিতির বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। টানা বৃষ্টি বন্যা পরিস্থিতির অবনতি ও রাস্তাঘাট ও রোপা আমনের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে তিনি জানান।
সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, নদীতে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে জগন্নাথপুর ব্যতিত অন্য উপজেলার হাওর এলাকার জন্য এটা বন্যা হিসেবে এখনও ধরা যায়না। তবুও জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com