স্টাফ রির্পোটার ::-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চরা গ্রাম থেকে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। মৃত যুবকের নাম শাহিদ মিয়া (৩০)। সে ওই গ্রামের মৃত ছালিক মিয়ার পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো গ্রামের একটি পুকুর ঘাটে শুক্রবার সকালে গোসল করতে যায়। গোসল থেকে ফিরতে অনেক দেরি দেখে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। পরে ওই পুকুরে অনুসন্ধান করে মৃত অবস্থায় তার লাশ পাওয়া যায়। তবে মৃত্যুর কারন জানা যায় নি।
ঘটনাস্থল পরির্দশকারী থানার এস, আই কবীর (সন্ধ্যা সাতটার সময়) জানান, ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃতে্যু কারন জানা যাবে।
Leave a Reply