জগন্নাথপুর২৪ ডেস্ক::
মালয়েশিয়ান এক তরুণীকে ছুরিকাঘাত করার দায়ে এক বাংলাদেশি তরুণের ২০ বছরের জেল হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম সাইদুল ইসলাম।
শুক্রবার মালয়েশিয়ার একটি আদালত এ আদেশ দেন।
মালয়েশিয়ান ওই তরুণীকে হত্যার উদ্দেশে আঘাত করায় ৩২৬ ধারা অনুযায়ী এ রায় ঘোষণা করা হয়।
১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে রাজধানী কুয়ালালামপুরের পাশের কোতা দামানসারার একটি শপিংমলের কাছে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান তরুণীকে ধারালো ছুরি দিয়ে মুখ কেটে দেন বাংলাদেশি সাইদুল।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাইদুল ওই নারীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তার প্রেমে সাড়া না দেয়ায় বারবার ওই নারীর সঙ্গে অশোভন আচরণ করতেন সাইদুল।
পুলিশকে ঘটনাটি জানানোর পর পরই এই ঘটনার শিকার হন ওই নারী। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
সুত্র-যুগান্তর
Leave a Reply