1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
২০২১ সালের মধ্যে এদেশে আর নিরক্ষর থাকবে না- কেয়া চৌধুরী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

২০২১ সালের মধ্যে এদেশে আর নিরক্ষর থাকবে না- কেয়া চৌধুরী

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৪৩৪ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ :হবিগঞ্জ -সিলেট সংরক্ষিত মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুুরী বলেছেন, শিক্ষা উন্নয়নের জন্য বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। ২০২১ সালের মধ্যে এদেশে আর নিরক্ষর থাকবে না। তথ্য প্রযুক্তির যুগে শতভাগ শিক্ষার করার জন্যই সরকার কাজ করছে। জয়বাংলা জয়বঙ্গবন্ধু এটা কোন আওয়ামীলীগের দলীয় শে¬াগান নয়,এটা সমস্ত বাঙালী জাতির জাতীয় শে¬াগান। বাঙালী জাতির এক অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশে ১৯৭১ সনে জয়বাংলা ধ্বনিতেই পাক-হানাদারদের বিরুদ্ধে এই জাতীয় শে¬াগান দিয়েই ঝাপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা, যারা জয়বাংলা বলতে লজ্জা পান তারা কখনোই এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তিনি গতকাল বৃহস্পতিবা নবীগঞ্জের আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হলরোমে বর্ণমালা সাহিত্য পরিষদের ব্যানারে আয়োজিত সম্মাণনা প্রদান, ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাতা ও খাতা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।তিনি আরো বলেন,বৃহত্তর সিলেটেরর কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়া ও প্রয়াত মন্ত্রী ফরিদ গাজী এদেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।তারা তাদের কর্মে দেশ ও জাতির কাছে আজীবন অমর হয়ে থাকবে।এছাড়া বর্ণমালা সাহিত্য পরিষদের প্রশংসা করে তিনি বলেন তাদের এমহান কাজকে এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এ সময়ে উপস্থিত ছিলেন,সাংবাদিক,কবি,সাহিত্যিক, শিক্ষক,অভিভাবক, ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ বর্ণমালা সাহিত্য পরিষদের সভাপতি এস এম সাজ্জাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কায়সার হামিদের পরিচালনায় শিক্ষার মানোন্নয়নে- প্রতিভা বিকাশে এআলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রেীয় সাধারণ সম্পাদক বশির আহমদ জুয়েল। প্রধান আলোচক ছিলেন চুনারুঘাট সরকারী কলেজ এর সাবেক প্রিন্সিপাল প্রফেসর আব্দুল হাই। সম্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পুরুস্কার প্রাপ্ত সাংবাদিক ও প্রথম আলোর সিনিয়র আলোকচিত্র শিল্পী মাসুক হেলাল।
বক্তব্য রাখেন অন লাইন দৈনিক ইউরোবাংলা সিলেটের সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি এম,এ আহমদ আজাদ, সাংবাদিক এম গৌছুজ্জামান চৌধুরী, সমাজ সেবক আব্দুুল হামিদ নিকসন, অধ্যক্ষ লুৎফুর রহমান,অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, প্রভাষক শাহিনা আক্তার, লন্ডন প্রবাসী সমাজ সেবক আমিনুর রহমান জুন্নুন সাংবাদিক আহমদ আবুল কালাম,দৈনিক ইউরোবাংলা সিলেটের যুগ্ম বার্তা সম্পাদক এম,মুজিবুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com