স্পোর্টস রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের ১৫তম ফুটবল কাপ টুর্নামেন্টের ১ম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পৌরশহরের ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া ষ্টেডিয়ামে জুয়েল এফ সি ইকড়ছই ও
দুরন্ত এফ সি ক্লাবের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা অনুষ্টিত হয়।
খেলার প্রথমার্ধে ১৯ মিনিটে বিদেশী খেলোয়াড় শেগু দেয়া ১ গোলে জুয়েল এফ সি এগিয়ে থেকে
প্রথমার্ধের খেলা শেষ হয়। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে পেলান্টি শুট থেকে আবারও শেগু ২য় গোল করে জুয়েল এফ সি কে নিরাপদ স্থানে নিয়ে গেলেও দুরন্ত এফসির খেলোয়ারদের পাল্টা আক্রমণে ৭৩ মিনিটে সুমনের দেয়া গোলে ০২-০১ ব্যবধান কমে।
৭৬ মিনিটের মাথায় ফের দুরন্ত ক্লাবের
রোমানের দেয়া অসাধারন গোলে ০২-০২ গোলে সমতা এনে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। পরে প্লেনাটিতে ০৬-০৫ গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে জুয়েল এফ সি ইকড়ছই।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন জুয়েল এফ সি ক্লাবের খেলোয়াড় সানোয়ার হোসেন।
Leave a Reply