জগন্নাথপুর২৪ ডেস্ক:: মোবাইল ফোন চার্জে রেখে ইয়ারফোনে গান শুনছিলেন এক ব্যক্তি। এক পর্যায়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু তিনি আর জেগে উঠেননি। চার্জারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মারা যান।
গত রোববার থাইল্যান্ডের সংবুরি প্রদেশে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই লোকটির নাম ক্রিতিসাদা সুপল। বয়স ২৪ বছর। স্থানীয় একটি কারখানার কাজ করতেন তিনি।
পুলিশ বলছে, সোমবার সকালে বিছানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সময় তার কানে ইয়ারফোন লাগানো ছিল। মোবাইল ফোনটি চার্জে দেয়া অবস্থায় পাওয়া গেছে।
সূত্র : ডেইলি মেইল
Leave a Reply