জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:;-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন কেউ হননি যে তার সম্পর্কে মন্তব্য করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় খালেদা জিয়ার লন্ডন গমন সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ, জনতা ব্যাংক এ আলচনা সভার আয়োজন করেন। এম এ মান্নান বলেন, বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। আমরা দীর্ঘদিন মানসিকভাবে পরাধীন থাকার পর আমরা স্বাধীনতা লাভ করেছি, স্বাধীন হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে খাবার গ্রহন করার আগে কর্মচারীদের খোজঁ নেন। তিনি বাঙ্গালীর সহজাত পরিবেশ থেকেই অর্জন করেছেন এসব কিছু। এটা তার পরিবার থেকে পাওয়া। তিনি এটা বঙ্গবন্ধুর নিকট দেখেছেন। আলাচনা সভায় আরো বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস শেখ মো: ওয়াহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক নীলিমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আ ব ম ফারুক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ প্রমুখ।
Leave a Reply