এত মানুষ কোথায় যায়? কোলাহল ছেড়ে? রমণী কন্ঠ ভুলে?
যে বাড়িতে ভালবাসার জোয়ার -ভাটা হতো ; আজ কোলাহল নেই,অক্সিজেন নেই,আলো হীন, ভূতুরে.. ।শুকনে পাতার মতো ধুলোটে,মায়াহীন সব।
প্রিয়তমার কালো কেশের বনে কে হারায়? পাগল করা,সুদন্তি হাসি কে দেখে ? প্রেমিক কবির কবিতা কে পাঠ করে?
শাদা- কালো দোয়েল,দেয়ালে গান গায় মিষ্টি সকাল। কৃষ্ণচূড়ার আগুনের উপর দিয়ে বয়ে যায় বিরহী মেঘ!
মেঘ কেন বিরহী? সেতো বর্ষণে অক্সিজেন ছড়ায় সকল প্রাণে!
তবু, মর্ত্যের শ্বাস দীর্ঘ হয়না আমাদের ;থেমে যায় ! কফিনের আয়োজনের ব্যস্ততা; কান্না,কাঙ্গালিভোজে।
[] কবি,প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,শাহজালাল মহাবিদ্যালয়,জগন্নাথপুর,সুনামগঞ্জ []
Leave a Reply