জগন্নাথপুর২৪ ডেস্ক:: সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) এক বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি। এই ভাষণ পরে জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
শি জিনপিং বলেছেন, সেনাবাহিনীর সকল সামরিক ইউনিটকে অবশ্যই জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের ধারা উপলব্ধি করতে হবে। চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে সেনাবাহিনীকেই দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।
প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা চলছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
Leave a Reply