সিলেট সংবাদদাতা- সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের পরগনায় ‘সিলেট ক্যাথলিক ধর্ম প্রদেশ’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় সিলেটের পরগনার খুনিরচক এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
‘পবিত্র জল’ ছিটিয়ে বাইবেল পাঠের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সিলেট ক্যাথলিক ধর্ম প্রদেশের প্রদেশপাল বিশপ বিজয় এনডি ক্রুজ ওএমআই।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, ফাদার সুবাস কস্তা ওএমআই, কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক জন মন্টু পালমা, কারিতাস সিলেট অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা বনিফাস খংলা, জ্যেষ্ঠ হিসাবরক্ষক গৌতম ব্রং, হিসাবরক্ষক ফিলিপ সরকার ও বারলো সুচিয়াং, নির্মাণাধীন প্রতিষ্ঠানের প্রকৌশলী নাজমুল হুদা, মাদার তেরেসা সম্প্রদায়ের সিস্টারসহ আরও অনেকে।
Leave a Reply