জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী গুরুতর অসুস্থ শুভ্রা মুখার্জির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রণব মুখার্জিকে ফোন করে তার স্ত্রীর খবর নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ২০ মিনিট আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ্রা মুখার্জির আশু রোগ মুক্তি কামনা করেন। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও প্রণব মুখার্জির সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।
Leave a Reply