স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায় দুইদিন ব্যাপি স্যানিটেশন বিষয়ক কর্মশালা আজ রোববার সম্পন্ন হয়েছে।
সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব ভুইয়ার পরিচালায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সিলেট সদরের জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী লায়েছ মিয়া তালুকদার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, বাপ্পী রানী দেব, লিনা খান প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ৪০জন প্রশিক্ষনার্থী অংশ নেন।
Leave a Reply