তুমি অামার অর্ধেক প্রেম ; বাকী অর্ধেক খুঁজি দিনরাত ধরে।
কখনো ক্ষমতার ভারে কুুঁজো গাধায় ; রাজ্য হারা রাজার ঘোড়ায়।
সোনালি ধানের অালে, দিনের শিয়ালের মতো।
সিজোফ্রেনিক গাছ তলায় ; গান গাওয়া সাদা কালো দোয়েলের শিষে ।
শাদা ফেনায় চাষ করি সর্বহারা বাসর;
জাতিস্মর! ভুলে যাই অন্ধকার গহবর।
তবু বিরহ,
অসীম কামনার রোদে পুড়ে ধুলোটে শ্যামল
দেহ।
এ পৃথিবীতে এত রূপ,এত মায়া,এত প্রেম!
চলো হারিয়ে যাই।
ভোগ করি লুকিয়ে তুমি অার অামি।
তৃষ্ণা মেটা ঋতুর যৌবন জুড়ে চুম্বনের
ঢেউয়ে ।
হারুকি মুরাকামি’র যৌবনা পাঠক হয়ে
উঠি।
কবি: অধ্যক্ষ, শাহজালাল মহাবিদ্যালয়, জগন্নাথপুর,সুনামগঞ্জ।
Leave a Reply