পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের শোক দিবসের আলোচনাসভা
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর আর্দশ লালন করেই দেশকে এগিয়ে নিতে হবে। জাতির জনক আমাদেরকে স্বাধীন এনে দিয়েছেন আর তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সমৃদ্ধ রাষ্ট্র উপহার দিচ্ছেন তাই দলীয় নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আর্দশ লালন করে শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নেয়ার সংগ্রামে কাজ করে যেতে হবে। তিনি রোববার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে স্বাধীন বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ ও যুবলীগ নেতা সৈয়দ কলমদর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর রশীদ, আব্দুল কাইয়ুম,উপজেলা ছাত্রলীগস নেতা সাফরোজ ইসলাম,তোহা চৌধুরী,সজিব রায় দুর্জয়,ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক হাবিব জুয়েল,যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ, ইসমাইল হোসেন প্রমুখ।
Leave a Reply