জগন্নাথপুর২৪ ডেস্ক::
সরকারি বাসের চালকের কোলে বসে বাসের স্টিয়ারিং ঘোরাচ্ছে এক হনুমান। পেশাদার চালকের মতোই ঘোরাচ্ছে বাসের স্টিয়ারিং। এমন হাবভাব, যেন প্রতিদিনই সে বাস চালায়।
ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের দেবানাগেরে এলাকায়। বাসটি কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের।
কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, হনুমানটি বাসের এক নিত্যযাত্রীর। তিনি পোশায় শিক্ষক। বাসে উঠেই হনুমানটি চালকের সিটে বসে পড়ে এবং ১০ মিনিট মতো সময় বাস চালানোর নাটক করে। সেই কাণ্ডেরই ভিডিও তোলেন যাত্রীরা। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
হনুমানের এমন কাণ্ডে বিপদে পড়েছেন বাসচালক প্রকাশ। কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে চালককে ডিউটি থেকে সরানো হয়েছে। বিষয়টি নিয়ে একজন বিভাগীয় সিকিউরিটি ইন্সপেক্টরের দায়িত্বে অনুসন্ধানও শুরু হয়েছে। যদি চালকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়, তবে তার কপালে দুর্ভোগ রয়েছে
Leave a Reply