স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিরকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনপথের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে। দেশের সর্বত্র এখন উন্নয়নের জোয়ার বইছে উল্লেখ করে মন্ত্রীী বলেন, বর্তমান প্রধান মন্ত্রী এদেশের পিছিয়ে পড়া জনগোষ্টিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নের্তৃত্ব দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে সবাইমিলে অব্যাহত রাখতে হবে। তিনি সরকারি কর্মচারীদেরকে সঠিকভাবে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করার নির্দেশ দিয়ে বলেন, সবাই মিলে আমাদের প্রিয় দেশ বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। তিনি শুক্রবার জগন্নাথপুর উপজেলার ভবেরবাজার-সৈয়দপুর-কাঠালখাউড় সড়কের সংষ্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপরোক্ত কথা বলেন। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী এলজিইডি রফিকুল ইসলাম, ঠিকাদার সজিব রঞ্জন দাশ, সৈয়দ মাছুম আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, আওয়ামীলীগ নেতা সৈয়দ সাব্বির আহমদ,পৌর আওয়ামীলীগ নেতা হাজী আলা মিয়া আজাদ, কাবেরী, ইছরাইল মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, ্উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব প্রমুুখ। পরে মন্ত্রী যুক্তরাজ্য প্রবাসী শাহ নুরুল করিমের প্রতিষ্ঠিত বিদ্যালয় পরির্দশন শেষে জগন্নাথপুর ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভায় যোগদান করেন। কলেজ গর্ভনিং বডির সভাপতি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর ডিগ্রী কলেজ গর্ভনিংবডির সদস্য সিদ্দিক আহমদ, ডাঃ আব্দুল আহাদ, রেজাউল করিম রিজু, দিলোয়ার হোসেন, রাজা মিয়া,আব্দুস শহীদ, অধ্যক্ষ আব্দুন নূর সহ অন্যান্য সদস্যবৃন্দ । এর আগে জগন্নাথপুর ডিগ্রী কলেজে ছিক্কা গ্রামের প্রয়াত আব্দুল মনাফ চেয়ারম্যানের পুত্রদের অর্থায়নে নির্মিত গেইটের উদ্বোধন করেন। এসময় তাদের পরিবারের পক্ষে আনহার মিয়া, এনাম আহমদ,মাহাতাবুল হক সমুজ, তোফাজ্জল হক সুমন উপস্থিত ছিলেন। সকালে মন্ত্রীকে উপজেলা পরিষদে গাড অব অনার শেষে সরকারী কমচারীদের সাথে মতবিনিময় করেন।
Leave a Reply