গত ৩০ই সেপ্টেম্বর রোববার জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর শাহপুর চ্যাম্পয়িন লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কাহের আারিফের সভাপতিত্বে ও আবু রাজেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিন্ধান্ত হয়,শাহপুর চ্যাম্পয়িন লীগ, (ক্রিকেট লীগ) ২০১৯ এর টিম সিলেকশন করা, অন্যান্যে বছর ৫টি টিমের মধ্যে প্রতিযোগিতা অংশ নেয়। এবারের প্রতিযোগিতায় প নতুন একটি টিম যুক্ত করা হবে বলে সভায় সর্বসস্মতিক্রমে সিন্ধান্ত হয়েছে। ২০১৯ সালে যে ৬টি টিম অংশগহন করবে সেসব টিমগুলো হচেছ সাউত শাহপুর, ওয়েষ্ট শাহপুর, ইষ্ট শাহপুর, মিডিল শাহপুর, নথ শাহপুর এবং সেন্টার শাহপুর। উক্ত সভায় উপস্থিত ছিলেন কাহের আরিফ, জুবেল আহমেদ, আবু বকর, আলমগীর আলম, জাকির আলম, মুরশেদ আহমেদ, সালাহ্উদ্দিন, তোফায়েল মিয়া, আবু রাজেক, আলী হোসেন।
উল্লেখ্য,শাহপুর চ্যাম্পয়িন লীগ( ক্রিকেট লিগ) ২০১৬ থেকে শুরু হয়েছে, যা প্রতি বছরের ১লা জানুয়ারিতে অনুষ্ঠিত হয় যেখানে শাহপুরের মধ্য থেকে টিম সিলেকশন হয়ে থাকে এবং উক্ত খেলায় হবিবপুরের অন্যান্য পাড়া থেকে প্রয়োজনবোধে তাদের ইচ্ছাক্রমে অনেক খেলোয়াড়রা এসে থাকেন।
সবার সহযোগিতাক্রমে যাতে খেলাটি সফল ভাবে সম্পন্ন হয় সেই প্রত্যাশ চেয়েছেন আয়োজকরা।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply