জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি শুক্রবার জগন্নাথপুর আসছেন। দুইদিনের সরকারি সফরে মন্ত্রী জগন্নাথপুর,দক্ষিন সুনামগঞ্জ ও জেলা শহর সুনামগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। মন্ত্রীর সফরসূচীর মধ্যে রয়েছে শুক্রবার সকাল সাড়ে ৯টায় জগন্নাথপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভায় যোগদান, ও কলেজ ক্যাম্পসে সামনের নবনিমিত সুরম্য গেটের উদ্বোধন। সকাল ১০ টায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভবেরবাজার-সৈয়দপুর-নয়াবন্দর-কাঠালখাইড় রাস্তার সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এবং বিকাল ৩টায় দক্ষিন সুনামগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নিজ বাড়ীতে কর্মীসভায় যোগদান। পরদিন শনিবার মন্ত্রী সকাল ১০ টায় দ. সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের অনুষ্ঠানে যোগদান। বেলা ১১টায় শহরের আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জ জেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সুনামগঞ্জ সদর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান। দুপুর ২টায় দ.সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে যোগদান, বিকাল ৩টায় জীবদাড়া উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সন্ধ্যা ৬টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জের জনপ্রিয় দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণের সুধী সমাবেশ ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রেরিত সাংবাদিকদের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন । উক্ত অনুষ্ঠানে তত্য সচিবসহ বিশিষ্ট ব্যক্তিগন উপস্থিত থাকবেন।
Leave a Reply