জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: চোখের চিকিৎসা ও বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য আগামী ১১ই আগস্ট এক সপ্তাহের সফরে লন্ডন আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছে। লন্ডনে চোখের চিকিৎসার পাশাপাশি পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সঙ্গে পারিবারিক সান্নিধ্যে সময় কাটাবেন খালেদা জিয়া। দেশের রাজনৈতিক পরিস্থিতি, মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপট, দল পুনর্গঠন ও পরবর্তী পরিকল্পনা নিয়ে একান্তে কথা বলবেন মা-ছেলে। গত রমজানে ওমরাহ পালনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৌদিতে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হলেও দেশে ও দলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির শঙ্কায় সে সফরটি বাতিল করা হয়। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর এ সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো তারেক রহমানের সঙ্গে দেখা হচ্ছে বেগম খালেদা জিয়ার। এর আগে দুই দফা লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করেন খালেদা জিয়া। সর্বশেষ সৌদি আরবে সাক্ষাৎ হয় ২০১৪ সালের মার্চের মাঝামাঝিতে। তখন লন্ডন থেকে পবিত্র ওমরাহ পালন করতে সপরিবারে সৌদি আরব যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে লন্ডন সফরকালে বৃটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কয়েক কর্মকর্তা ও মূলধারার কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বৃটিশ পার্লামেন্টের এমপি বাঙালি বংশোদ্ভূত রুশনারা আলীর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। সে লক্ষ্যে বিএনপির কূটনৈতিক নেতারা কাজ করে যাচ্ছেন। লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এ ছাড়া পেশাজীবী ও প্রবাসীদের উদ্যোগে বেগম খালেদা জিয়াকে নাগরিক সংবর্ধনাও দেয়ার কথা রয়েছে।
Leave a Reply