1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দিনে ফুটবল উপস্থাপন রাতে ডাকাত! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

দিনে ফুটবল উপস্থাপন রাতে ডাকাত!

  • Update Time : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ফ্রান্স-বেলজিয়ামে তাকে কম-বেশি সবাই চেনেন। ফুটবল উপস্থাপক হিসাবে তিনি এই দুই দেশের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত মুখ। কাজ করেন দেশের সেরা চ্যানেলগুলোর মধ্যে একটায়। সেই ফুটবল উপস্থাপক রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি করতে বেরহন।

বেলজিয়ামের জনপ্রিয় ফুটবল উপস্থাপক স্টেফানে পাওয়েলসকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাপারটি যদিও তদন্তসাপেক্ষ। তবে আপাতত স্টেফানেকে গ্রেফতার করা হয়েছে। ফেডেরাল প্রসিকিউটর ভেঙ্কে রজেন বলেছেন, একটি অপরাধী চক্রের হয়ে অস্ত্র নিয়ে তিনি ডাকাতি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

৫০ বছর বয়সী পাওয়েলস বেলজিয়াম ও ফ্রান্সের বেশ কিছু টিভি অনুষ্ঠানে কাজ করেন। এর মধ্যে আছে বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল আরটিএল-টিসিক্স। পাওয়েলসের আয় ভালই। বসবাস করেন ধনীদের বসতি এলাকায়।

সেই তিনি কেন হঠাৎ ডাকাতি করতে যাবেন, অনেকের কাছেই ব্যাপারটা পরিষ্কার নয়। তবে বিচারক তার বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে অভিযোগ এনেছেন। অবশ্য শর্তসাপেক্ষে জামিনও দেওয়া হয়েছে পাওয়েলসকে।

পাওয়েলস যে সংস্থায় কাজ করেন সেই আরটিএল বেলজিয়াম তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। আরটিএলের পক্ষ থেকে বলা হয়েছে, নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারলে পাওয়েলসকে তারা আর চাকরীতে ফেরাবে না।

২০১৭ সালে প্রথম তার বাড়িতে তল্লাশি চালানো হয়। যদিও সে সময় পুলিশের বিরুদ্ধে সরব হয়েছিল দেশের সংবাদমাধ্যম। সে সময় পুলিশ পিছু হটলেও এবার তারা তদন্তে নেমেছে বলে দাবি সরকারি আইনজীবির। ডাকাতি, চুরি ও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে পাওয়েলসের বিরুদ্ধে।

ফুটবল ছাড়াও পাওয়েলস ‘স্টর্মস অব লাইফ’ নামের একটি অনুষ্ঠানও উপস্থাপনা করেন। যেখানে তারকা ও সাধারণ মানুষরা এসে তাদের জীবনের নাটকীয় উত্থান-পতনের গল্প শোনান। সেই অনুষ্ঠানের উপস্থাপকের জীবনেই এখন এমন ঘটনা ঘটে গেল।

সূত্র : জিনিউজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com