তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি-চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে রুঢ় অসদাচরনকারী ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের সেই বহুল আলোচিত বিতর্কিত চিকিৎসক ডাঃ নূনযীরুল মোহসেনীন মীমের সনদপত্র বাতিল ও তার শাস্তির দাবিতে গতকা সোমবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছ্।উপজেলার বাণিজ্যিক কেন্দ্র স্থল বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা চিকিৎসাসেবার মত এমন মহৎ পেশাকে কলুষিত করার দায়ে ডা. মীমের সনদপত্র বাতিল ও তার এহেন অভ্যাসগত রুঢ় আচরনের প্রেক্ষিতে শাস্তি দাবি তুলেছেন। স্বজন সমাবেশের সভাপতি সাইফুল ইসলাম সোহেলে সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক, স্বরবর্ণ সাংস্কৃতিক একাডেমির সভাপতি, যুগান্তরের ষ্টাপ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, স্বজন সমাবেশের সাধারন সম্পাদক শফিকুল মল্লিক, ভোরের কাগজ প্রতিনিধি ও স্বজন সমাবেশের অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ, সাংবাদিক গাজী মো. রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. মিলাদুর রহমান, সাংবাদিক গাজী মো. রিয়াজ উদ্দিন, স্বজন জহিরুল ইসলাম ঝনক, সাকিব আল হাসান সুমন, স্বপন, ফয়সল আহমদ, সুজন আহমদ, শিহাব সরোয়ার শিপু, রজত দাস, দিপু, শিহাব সরোয়ার শিপু, শাহ মোহাম্মদ আজাদ প্রমুখ।
Leave a Reply