স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে টমকম গাড়ির চাপায় এক শিশু গুরুত্বর আহত হয়েছে। শিশুটির নাম জাহিদুল ইসলাম (৮), সে কবিরপুর গ্রামের সালাম মিয়ার পুত্র। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার উপজেলার হলদিপুর চিলাউড়া ইউনিয়নের কবিরপুর নামক স্থানে একটি মার্কেটের সামনের এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে জগন্নাথপুর-চিলাউড়া সড়কের উল্লেখিত স্থানে বিপরীদ দিকে থেকে ছেড়ে আসা একটি টমটক গাড়ি শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয় জনতা গাড়ি আটক করে। তবে গাড়ির চালক পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে দেখব।
Leave a Reply