স্টাফ রির্পোটার ::
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হাওরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় ৩ জন মৎস্য আরোহনকারীকে আটক কে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের সাফি মিয়া (৩৮), একই গ্রামের জিয়াউল হক (৩৫) ও সফু মিয়া (৩০)। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার মইয়ার হাওরে এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, এস, আই অনির্বান বিশ্বাস উপস্থিত ছিলেন। অভিযানকালে মৎস্য আরোহনের দায়ে আটককৃতদের নিকট থেকে জনপ্রতি ৫শত টাকা জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধভাবে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ নিধঁনের অভিযোগে ৩ লাখ টাকার মূল্যেও ৫টি বেড়া জাল জব্দ করে উপজেলা পরিষদ চত্ত্বরে নিষিদ্ধজাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
জগন্নাথপুর সহকারী সহকারী (ভূমি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অবৈধভাবে মাছ আরোহন করার কারনে আটককৃত তিনজন নিকট থেকে জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
Leave a Reply