স্টাফ রির্পোটার ঃ- জগন্নাথপুর থানা পুলিশ একটি গাড়িসহ এক গরু চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোরকে শনিবার আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জগন্নাথপুর পৌরএলাকার লুদরপুর গ্রামের মোমিন মিয়ার বাড়ি থেকে গত ১৬ জুলাই রাতে ৪টি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে পুুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার রাতে সিলেটের বালুচর এলাকা থেকে ফেঞ্চুগঞ্জ থানার কটালপুর গ্রামের মৃত কটন মিয়ার পুত্র মুজিবুর রহমানকে গ্রেফতার করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিক আপ গাড়ি (যার নং ঢাকা মেট্রো-অ- ১৪-০৪৬২) উদ্ধার করেছে। তবে চুরি যাওয়া গরু উদ্ধার হয়নি।
জগন্নাথপুর থানার এস,আই রতন দেবনাথ জানান, চুরি যাওয়া গরু উদ্ধারের অভিযান চলছে। গ্রেফতারকৃত ধৃত চোরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply