সি্লেট প্রতিনিধি:; সিলেটে শিশু শেখ মো. সামিউল আলম রাজনকে হত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে আসামিদের রক্ষা করা এবং দায়িত্বে অবহেলা ও রাজনের বাবার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ে কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দেন।তদন্ত কমিটির প্রধান এসএমপির অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে তারা চারশ’ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এসএমপি কমিশনার কার্যালয়ে ছিলেন। এ বিষয়ে জানতে এসএমপি কমিশনারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।্রতিনি আগামীকাল শুক্রবার কার্যালয়ে গিয়ে প্রতিবেদন দেখবেন বলেও জানান।গত ৮ জুলাই সকাল ৭টা থেকে বেলা প্রায় ১১টা পর্যন্ত নির্যাতন করে শিশু রাজনকে হত্যা করা হয়। দুপুর ১টার দিকে মাইক্রোবাসযোগে তার লাশ গুম করার চেষ্টা করার সময় নগরীর কুমারগাঁও এলাকায় জনতা গাড়িসহ আসামি মুহিতকে আটক করে।
পরে রাজনের বাবা গাড়িচালক আজিজুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছেলের লাশ শনাক্ত করেন। লাশের শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন ছিল বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়।
হত্যাকাণ্ডের এ ঘটনায় আসামি মুহিতকে বাঁচাতে এবং মুহিতের সৌদিপ্রবাসী ভাই কামরুলকে পালিয়ে যেতে সিলেটের জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলাম সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ করেন রাজনের বাবা। এছাড়া দায়িত্বে অবহেলা ও রাজনের বাবার সঙ্গে খারাপ ব্যবহারেরও অভিযোগ ওঠে পুলিশে এই দুই সদস্যের বিরুদ্ধে।
পরে রাজনের বাবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ দুই পুলিশের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. কামরুল আহসানের নির্দেশে ১৪ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রুকন উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটিতে অন্য দুই সদস্য হলেন উপকমিশনার মুশফেকুর রহমান ও উপকমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা। কমিটি গঠনের তিন দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেওয়া হলেও পরে তা বৃহস্পতিবার পর্যন্ত আরও পাঁচদিন বাড়ানো হয়। আর বর্ধিত সময়ের শেষ দিনেই প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি।
Leave a Reply