জগন্নাথপুর২৪ ডেস্ক::যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর কয়েক দফা গুলিতে ৮ শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সকালে টেক্সাসের দক্ষিণ-পূর্ব এলাকায় সান্তা ফি নামক স্কুলে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে সিএনএন।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, গত ৭ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীদের হামলার এটি তৃতীয় ঘটনা।
স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপ্যাল ক্রিস রিচার্ডসন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে অন্য একজনকেও আটক করা হয়েছে বলে অন্য একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, স্কুলে গুলির শব্দ শুরু হলে শিক্ষার্থীরা ছোটোছুটি শুরু করে। স্কুল কর্তৃপক্ষও সঙ্গে সঙ্গে সতর্কতামূলক বেল বাজায়।
তবে হামলাকারীরা কেন এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
Leave a Reply