জগন্নাখথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের ৫০ হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। উপজেলার ওপরদিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর তীরবতী গ্রামগুলো বন্যার পানিতে কবলিত হয়েছেন। কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী ঘর-বাড়ি ও বাজার পানির নীচে তলিয়ে যাওয়ায় লোকজন চরম দূর্ভোগে পড়েছেন। বিশেষ করে গত দুই দিনের বৃষ্টিতে কুশিয়ারা নদীর তীরবতী রানীগঞ্জ বাজার, ও রৌয়াইল বাজারে পানি উঠে ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি কুশিয়ারা নদীর তীরবতী ঘরবাড়িতে পানি ঢুকে গেছে।রানীগঞ্জ ইউনিয়নের পাশাপাশি পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের একাংশর লোকজন কুশিয়ারা নদীর পানিতে বন্যা কবলিত অবস্থায় রয়েছে। পাইলগাঁও ইউনিয়নের বাসিন্দা কয়ছর রশীদ বলেন, বন্যার পানিতে বেশ কয়েকটি রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লোকজন পানিবন্দি অবস্থায় চরম দুভোগে রয়েছেন। রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক জানান, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী রানীগঞ্জ বাজারসহ রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর, বাগময়না, নোয়াগাঁও, বালিশ্রী, ইসলামপুর, রৌয়াইল গ্রামবাসী এখন বন্যা কবলিত অবস্থায় আছেন। তিনি জানান, তার ইউনিয়নের প্রধান দুই বাজার রানীগঞ্জ ও রৌয়াইল বাজারে পানি উঠে গেছে।
পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন জানান,কুশিয়ারা নদীর তীরঘেষা পাইলগাঁও ইউনিয়ন বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউনিয়ন পরিষদের জায়গাসহ বেশ কয়েকটি সড়ক বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া, পূর্ব কাতিয়া, জালালপুর, নতুন কসবা, পূর্ব জালালপুর গ্রামের ঘরবাড়িতে পানি ঢুকে মানুষ কষ্টে আছেন। আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান তার ইউনিয়নের ফেচি,শেওড়াসহ কয়েকটি গ্রামের মানুষ বন্যা কবলিত অবস্থায় রয়েছেন বলে জানান। তিনি জানান,কুশিয়ারা নদীর তীরঘেষা ৫০ হাজার মানুষ এখন বন্যাকবলিত। তাদের সহযোগীতায় সরকারি –বেসরকারী সাহায্য দরকার।
Leave a Reply