1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে অটোরিকশার চাপায় আহত শিশুর মাথায় ১৭টি সেলাই চালক ও মালিকের খোঁজ নেই ! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুরে অটোরিকশার চাপায় আহত শিশুর মাথায় ১৭টি সেলাই চালক ও মালিকের খোঁজ নেই !

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০১৫
  • ৪০২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া পয়েন্টে একটি অটোরকিশার চাপায় গুরুতর আহত হয়েছে এক শিশু । আহত শিশু ১৭টি সেলাই ও ডান হাত ভাঙ্গা নিয়ে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে। ঘটনার চার দিন অতিবাহিত হলেও শিশুটিকে দেখতে যায়নি অটোরিকশার মালিক কিংবা চালক। নিষ্টুর এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও শিশুটির পরিবারের লোকজন জানান, গত বুধবার ঈদের কেনাকাটা শেষে মায়ের সাথে বাড়ি ফিরছিলেন কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের বাসিন্দা ও কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন লিলুর ছয় বছরের ছেলে স্থানীয় আইডিয়াল কেজি স্কুলের শিশু শ্রেণীর ছাত্র রিমন আহমদ। গাড়ি থেকে নামা মাত্র জগন্নাথপুর থেকে ছেড়ে যাওয়া ভাতগাঁও ইউনিয়নের জিয়াপুর গ্রামের কামাল উদ্দিন এর মালিকানাধীন অটোরিকশা সিলেট থ-১১২৬৩৪) শিশুটিকে চাপা দিলে শিশুটি গুরুতর আহত হয়। আহতবস্থায় এলাকাবাসী প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসকরা শিশুটির মাথায় ১৭টি সেলাই দিয়েছেন। শিশুটির ডান হাতের হাড় ভেঙ্গে গেছে। ঘটনার পর পর পুরো পরিবারের ঈদের আনন্দ মলিন হয়ে যায়। এলাকাবাসী ঘটনার পর পর অটোরিকশাকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফের জিন্মায় দিয়েছেন। কিন্তুু ঘটনার পর পর চালক পালিয়ে গেলেও আজ পর্যন্ত অটোরিকশার মালিক ও চালকের হদিস মিলছে না। সামাজিক ও মানবিক মূল্যবোধকে পরাস্ত করে শিশুটির সাথে নিষ্টুর আচরন করার ঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পিতা কামাল হোসেন লিলু বলেন.আমার শিশুপুত্র মৃত্যুর সাথে পাঞ্চালড়ছে। আর এত বড় ঘটনাটিকারীরা একবার খোঁজ নিলনা এত নিষ্টুর মানুষ সমাজে আছে ভাবা যায় না। তিনি বলেন ঘটনাটি অটোরিকশা সমিতির নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। আমি আইনের আশ্রয় নেব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com